৫১ শক্তি পীঠ কোথায় এবং কোন স্থানে সতীদেবীর দেহের কোন অংশ পড়েছিল ||
শক্তিপীঠ সনাতন হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম । জনবিশ্বাস মতে , এই তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্থখন্ডরূপে রক্ষিত আছে । সাধারণত ৫১ শক্তিপীঠের কথা বলা হলেও , শাস্ত্রভেদে শক্তিপীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মত পার্থক্য রয়েছে । শক্তিপীঠকে সতীপীঠ নামেও অভিহিত করা হয় । পীঠনির্ণয় তন্ত্র গ্রন্থ অনুসারে শক্তিপীঠের সংখ্যা ৫১। তবে শিবচরিত গ্রন্থে ৫১ শক্তিপীঠের পাশাপাশি ২৬ টি উপপীঠের কথাও বলা হয়েছে । কুব্জিকাগন্থে পীঠের সংখ্যা বলা হয়েছে ৪২। জ্ঞানার্ণবতন্ত্র গ্রন্থে আবার বলা হয়েছে পীঠ সংখ্যা ৫০ টি ।
কিংবদন্তী অনুসারে , দক্ষ রাজা বৃহস্পতির অমতে তাঁর মেয়ে সতী দেবী ভগবান শিবকে বিয়ে করেছিলেন । এ কারণে দক্ষ রাজা মহাদেব শিবের প্রতি ভীষণ ক্ষুব্ধ ছিলেন । তাই তিনি মহাদেবের উপর প্রতিশোধ নেবার জন্য এক যজ্ঞের আয়োজন করলেন । এই যজ্ঞে শিব ও সতী দেবী ছাড়া অন্য সকল দেব - দেবীকে দক্ষ নিমন্ত্রণ করেছিলেন । শিবের ইচ্ছে না থাকা সত্ত্বেও , সতী দেবী মহাদেবের অনুসারীদের নিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত হন।
No comments