search here

আর্টস

মাধ্যমিকের পর আর্টস নিয়েছিলাম যেই দিন, সেই দিনটা থেকেই বুঝেছিলাম বিষয়েও এত উচ্চ নীচ ভাগ থাকে, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মতো। আসলে অঙ্কতে কোনোদিনই ভালো ছিলাম না, ভয় পেতাম।চেষ্টা করেছিলাম ভালবাসার, বাসতে পারিনি, ভয় করেছি। যাই হোক, বাংলা আর ইতিহাস নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম। মায়ের চেনা এক ভদ্রলোক বলেছিলেন "অঙ্কে ভালো মানে আসলেই পড়াশোনায় ভালো। বাকি সাবজেক্ট ম্যাটার করেনা। " তাঁর মেয়ে আমার সাথে পড়তো,আমি অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে 40 পেলে সে পেতো 80। আর আমি বাংলা ইতিহাসে 70 পেলে সে পেতো 30। তবুও সেই পড়াশোনায় ভালো ছিল, কারণ? বাংলা,ইতিহাস কোনো বিষয়ের মধ্যেই পড়েনা। 
                                                    
      মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন ৩৩কোটি দেবদেবীকে প্রণাম করে বেড়িয়ে এলাম।রেজাল্ট বেড়োলো। অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স বাদে সবকটাতেই প্রায় লেটার মার্কস এমন কি লাইফ সায়েন্সেও।খুব স্বাভাবিক ভাবেই আর্টস নিলাম। 
    কেউ কেউ আকাশ থেকে পড়ল!আর্টস!!! কে নেয়?ছিঃ!! একেবারেই মাথা নেই তার মানে। আজকালকার দিনে আর্টস? লোককে বলতে লজ্জা লাগবে না? 
    
নাআআআআআআআআআ। না, না। লাগেনি। সেদিন ও লাগেনি, আর আজ আমি ইতিহাসে অনার্স এইটি বলতেও লজ্জা করেনা। 
   অনার্স নেওয়ার সময় আরেক কান্ড। ইতিহাসে কে অনার্স নেয় রে? অন্তত ইংলিশে নে। পারতপক্ষে ভূগোল? বাড়ির লোক কোনোদিন জোর করেনি। সেই জন্যই মাথা উঁচু করে বলেছি ইতিহাসটা ভালো লাগে।কত বছর আগে কোন এক কনস্টান্টিনোপল বা প্রাচীন রোম নগরীর গায়ের পুরোনো গন্ধটা হরপ্পার স্নানাগারে যখন পাই আমার ভালো লাগে। 
      ফোন হারালো। কলেজ থেকে বন্ধুদের সাথে থানায় গেলাম। পুলিশ একজন জিজ্ঞেস করলেন "কোন সাবজেক্ট? " বললাম। সে উত্তর দিলো "কোন কোন ক্লাসে ফেল করেছিস?" উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পাইনি। ইতিহাস, বাংলা, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স নেওয়া মানেই সে ফেল করেছে! বাঃ উচ্চ বিচার। 
   
    আমাদের সমাজ অভিজাত সাবজেক্ট বলতে বোঝে বিজ্ঞান বিষয়কে। আর্টস হলে ইংরেজি আর ভূগোল(যদিও ভূগোলটিকে B. SC এর মধ্যে ফেলা হয়) বাকি বিষয়গুলো হলো নীচতলার। খারাপ স্টুডেন্টরা পড়ে। এইগুলো নাকি না পড়েই পাশ করা যায়। চন্ডীমঙ্গল, মনসামঙ্গল নিয়ে কোনো idea আছে? ভারতের সংবিধান নিয়ে কোনো আইডিয়া আছে? ইসলামিক ইতিহাস, পাশ্চাত্য ইতিহাস নিয়ে কোনো আইডিয়া আছে? মায়াবাদ, শঙ্করাচার্যের মতবাদ নিয়ে কোনো আইডিয়া আছে? 
    নেই। মানতে শিখুন নেই। বিজ্ঞান বিষয়কে শ্রদ্ধা করি, কারণ বিষয় তোমার আমার হয়না। রোজ সব বিষয় নিয়ে আমাদের চলতে হয় অজান্তেই। এত অবহেলা কেন আর্টস নিয়ে?TPSC ক্র্যাক করা খুব সহজ হতো ইতিহাসটা জল হলে। পাতার পর পাতা লিখে যাওয়া এতটাই সহজ হতো বাংলাটা সহজ হলে।এটা কেমন যুক্তি যে আমি বাংলা না বলতে পেরে ইংলিশ বলতে পারলেই কেউকেটা,আর ইংলিশ কম পেরে বাংলায় চোস্ত হলে গাঁইয়া? 
     
   আমরা ভালো নম্বর পেলে লোকে ভাবে "আরে ধুর, এসব সাবজেক্টে সবাই ভালো নম্বর পায়। "  খারাপ নম্বর পেলে লোকে বলে "দেখেছো? বলেছিলাম না পড়াশোনায় খারাপ? "
    ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল নিয়ে না পড়ে জেনারেল লাইনে দেখে বলে "আজকাল এসব চলেনা। জীবনে চাকরি পাবেনা।"
পেলে বলে ব্যাকিং আছে। যাবোটা কোথায় দাদা? 

  আপনি কোনো একটা জিনিস পারেননা মানে আপনি অকৃতকার্য। মানতে শিখুন মাথা নীচু করে। আমরা পিথোগোরাসের সূত্র পারিনা, তুমিও আমার মতো ব্রহ্মবৈবর্ত পুরাণ নিয়ে পনেরো পাতা লিখতে পারোনা।আমাকেও চাকরির জন্য অঙ্ক করতে হয়, তোমাকেও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। কোনো তফাৎ নেই ভায়া। 
     আমফানের আগাম বার্তা দিয়েছিল বিজ্ঞান, তার প্রকৃতি নির্ণয় করলো ভূগোল, মানুষ মানুষের কাছে এলো ভাষাকে সঙ্গী করে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পলিটিক্যালি ইউস না করে একে অন্যের পাশে নিঃস্বার্থ ভাবে দাঁড়ানোটাই আমাদের ফিলোসফি। সাইকোলজিক্যাল ট্রমা কাটিয়ে ইকোনমিক্স strong বানাতে হবে। 

   বিষয়ের নেপটোসিম বন্ধ করুন।পছন্দ আলাদা হোক, সম্মানটা সবাই পাক। আমরাও না পড়ে পাশ করিনা। পাতার পর পাতা লিখে হাতটা অসার লাগে যখন, বুঝি। খাটি সবাই, তবে দামটা সবাই পাই না। মুখের ভাষা থেকে শেখার শুরু। সেই ভাষাটাকেই যখন হেয় করেন, বুঝবেন আপনার কাছে certificateআছে। তবে শিক্ষাটা এখোনো হয়নি।

#(বাস্তব কথা)

No comments

Powered by Blogger.